ডিজিটাল ডেস্ক : অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে পুলিশকে পড়তে হল বাধার মুখে। তবে যে কেউ বাধা দেয়নি, বাধা দিয়েছে অভিযুক্তের বাবা-মা। এমনকি পুলিশকে আটকানোর জন্য অভিযুক্তের বাবা-মা মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে পুলিশকে আটকাতে যান। বাবা ও মা দুজনেই দাবি করতে থাকেন, তাদেঊর ছেলেকে কোনমতেই গ্রেপ্তার করা যাবেনা। ঘটনাটি ঘটেছে আমেরিকার(America) ভারমন্ট প্রদেশের হার্ডউইকে। গোটা ঘটনাটি পুলিশ ভিডিও করে নেয় বলে জানা গিয়েছে। অন্যদিকে জানা গিয়েছে, প্রাথমিকভাবে যখন বুঝিয়ে-সুঝিয়ে কাজ হচ্ছেনা তখন পুলিশ অফিসার বাধ্য হয়ে অভিযুক্তের বাবার দিকে আগ্নেয়াস্ত্র তুলে ধরেন। যদিও তিনি গুলি চালান নি। শেষমেষ বুঝিয়ে-সুজিয়ে বাবা এবং মা কে পরাস্ত করে অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তবে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ছেলের সাথে সাথে বাবা-মাকেও গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
অনলাইন প্রতারণায় আন্তর্জাতিক যোগ, গ্রেপ্তার এক নাইজেরিয়ান সহ ২
মালদা: অনলাইন প্রতারণায় আন্তর্জাতিক যোগ মিলল সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে দিল্লি(Delhi) থেকে এক নাইজেরিয়ান ও...
Read more