ডিজিটাল ডেস্ক: করোনা সময়কাল থেকেই বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের মধ্যে চাপানউতোর তৈরি হয়েছে ফি বাড়ানো নিয়ে। তার মধ্যে নতুন করে মাথাচাড়া দিয়েছে ‘মুচলেখা’ বিতর্ক। সম্প্রতি কলকাতাসহ রাজ্যের বিভিন্ন বেসরকারি স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের জানানো হয়েছে, স্কুলের সিদ্ধান্তের বিরোধিতা করা যাবে না, এমনকি এই নিয়ে কোথাও কিছু বলাও যাবেনা। এবং এই পরিপ্রেক্ষিতে একটি মুচলেখায় সই নেওয়া হচ্ছে অভিভাবকদের কাছ থেকে। পাশাপাশি স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, যদি কোনো অভিভাবক এই মর্মে মুচলেখা না দেন, তাহলে তাঁর সন্তানকে স্কুলে ভর্তি করা যাবে না। আর এই নিয়ে এবার ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকদের একাংশ। অভিভাবকদের একটি সংগঠনের পক্ষ থেকে এ ধরনের স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে এবার রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। অবশ্য রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে মুচলেখা বিতর্ক যে ক্রমশ স্কুল এবং অভিভাভকদের মধ্যে সংঘাত বাড়াচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন: ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব সিদ্ধান্ত স্বনামধন্য চিকিৎসকের