প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: চাল-ডাল বিলিতে অনিয়মের অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। শনিবার ঘটনাটি ঘটেছে বর্ধমান শহর লাগোয়া বৈকন্ঠপুর ২ গ্রাম পঞ্চায়েতের রায়নগর গ্রামে।
ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পড়ুয়াদের অভিভাবক শিপ্রা পাল, বাপি দাস প্রমুখরা বলেন, ‘রায়নগর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা ১৪৩ জন। কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কেবলমাত্র ৯৮ জনকে চাল-ডাল বিলি করা হচ্ছে। লকডাউন চলকালীন প্রথম ধাপেও একইভাবে ৯৮ জনকে চাল, ডাল বিলি করা হয়েছিল।’
এই অভিযোগে এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল ও ডাল বিলি শুরু হতেই অভিভাবকরা বিক্ষোভ দেখাতে থাকেন। অভিভাবকদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা অনিয়ম করে চাল, ডাল দিচ্ছেন। যদিও কর্মী শিলা সরকার জানিয়েছেন, অহেতুক দায়ী করা হচ্ছে। যেমন চাল ও ডাল দেওয়া হয়েছে সেভাবেই তা বিলি করা হচ্ছে।