বাগডোগরা: অবশেষে হদিস মিলল মন্ত্রী পরেশচন্দ্র অধিকারির (Paresh Chandra Adhikari)। বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা হলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী। তাঁকে ৩টার মধ্যে সিবিআইয়ের (CBI) কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট (High Court)। কিন্তু সেই সময়সীমা পার হয়ে যাওয়ায় পরেশ অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই।
গত মঙ্গলবার মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি নিয়ে পরেশ অধিকারীকে সিবিআইয়ের কাছে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। কিন্তু পরেশ অধিকারী তখন ছিলেন মেখলিগঞ্জে তাঁর নিজের বাড়িতে। সেখান থেকে তড়িঘড়ি মেয়েকে নিয়ে কলকাতার উদ্দ্যেশে ট্রেনে করে রওনা হন পরেশ। কিন্তু শিয়ালদা স্টেশনে নামতে দেখা যায়নি পরেশ অধিকারীকে। এরপর রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। দিনভর চর্চা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার শিক্ষা প্রতিমন্ত্রীকে নিয়ে। যদিও রাতের দিকে জানা যায় বর্ধমান স্টেশনে নেমে পড়েছিলেন পরেশ অধিকারী। এরপর বর্ধমান সার্কিট হাউসে ওঠেননি তিনি। কিন্তু তারপর সেখান থেকে তিনি কোথায় গিয়েছেন তা আর জানা যায়নি। এদিন আদালত ফের তাঁকে দুপুর তিনটের মধ্যে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু তিনটের ডেডলাইন পার হতেই সিবিআই পরেশের নামে এফআইআর দায়ের করে। এতেই চাপে পড়ে যান মন্ত্রী। মন্ত্রীর আইনজীবী আদালতে জানান, উত্তরবঙ্গ থেকে বিমানে আসছেন মন্ত্রী তাই সন্ধে ছ-টার মধ্যে তিনি সিবিআইয়ের দপ্তরে হাজিরা দেবেন। এরপরই পরেশ অধিকারীকে বাগডোগরা বিমানবন্দর থেক বিমান ধরতে দেখা যায়। বিমানবন্দরের সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে পরেশ অধিকারী শুধু জানিয়েছেন, তিনি কলকাতায় যাচ্ছেন।
আরও পড়ুন: সিবিআই তালিকায় রাজ্যের একাধিক নেতার নাম, কী বলছেন মমতা?