কোচবিহার ব্যুরো রিপোর্ট: মেখলিগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী ও মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত ফরোয়ার্ড ব্লক প্রার্থী গোবিন্দ রায়।
অন্যদিকে এদিনই নাটাবাড়ি আসনের জন্য তুফানগঞ্জ মহকুমাশাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সংযুক্ত মোর্চার তরফে একটি বিরাট মিছিল মেখলিগঞ্জ শহর পরিক্রমা করে। পরবর্তীতে প্রার্থীকে নিয়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা থেকে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন সংযুক্ত মোর্চার নেতৃত্ব। উপস্থিত ছিলেন ফরোয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য হাফিজ আলম সাইরানি, মেখলিগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি প্রদীপ রায়, সিপিএম কোচবিহার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য বিপিন শীল, আইএসএফ নেতা রাহেনূর ইসলাম প্রমুখ।
অন্যদিকে মনোনয়নপত্র দাখিল করে পরেশচন্দ্র অধিকারী বলেন, ‘মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মেলায় জেতার বিষয়ে আমরা ১০০ শতাংশ আশাবাদী। অন্যদিকে গোবিন্দ রায় বলেন, ‘আজকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হল। জেতার বিষয়ে আমরা ১০০ শতাংশ আশাবাদী।’