চালসা: বুধবার রাতভর বৃষ্টির জেরে মেটেলি ব্লকের আইভিল চা বাগানের আগ্নু লাইনের হাগরী খোলা নদীর ভাঙনে নদীগর্ভে চলে গেল একটি বাড়ির একাংশ। আরও তিনটি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে পরিবারগুলো। বাঁশের সাঁকো ভেঙে বাগানের জরিপ লাইন ও আগ্নু লাইনের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের খুঁটি ও পানীয় জল সরবরাহের পাইপ। নদীর প্রবল জলোচ্ছ্বাসে আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, আইভিল চা বাগানের আগ্নু লাইনের কুলদীপ খেরিয়ার বাড়ির একাংশ নদীতে ঝুলে রয়েছে। বিপজ্জনক অবস্থায় রয়েছে কিনু ওরাওঁ, ডুলি ওরাওঁ এর বাড়িও। পাশাপাশি কুর্তি নদীর জল ঢুকেছে মিঠাইধুরা এলাকায়ও। সনগাছি বস্তি লাইনের কয়েকটি বাড়িও জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতির ওপর নজর রেখেছে মেটেলি ব্লক প্রশাসন।
আরও পড়ুন : বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ট্রেন লাইনের ওপর বিক্ষোভ গ্রামবাসীদের, বিঘ্নিত ট্রেন চলাচল