ডিজিটাল ডেস্ক : আজকে পার্থ চট্টোপাধ্যায়কে(Partha Chatterjee) তোলা হয়েছিল আলিপুর আদালতে। জামিন হবে, না আবারও জেল- তাই নিয়ে সকাল থেকেই চলছিল আলোচনা। অবশেষে আলিপুর আদালত রায় দিয়েছে। জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে আবারও ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হল। প্রসঙ্গত, ১৪ দিনের জেল হেফাজত শেষ হওয়ার পরেই পার্থ চট্টোপাধ্যায়কে আজ আদালতে তোলা হয়েছিল। দীর্ঘদিন যাবত তিনি এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হয়েছেন। আজকে অবশ্য প্রথম থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদনে সরব হন।
এমনকি পার্থ চট্টোপাধ্যায়ের মতন তিনিও দাবি করেন, তাঁর মক্কেল প্রাক্তন শিল্পমন্ত্রী রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। একই সঙ্গে সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার কথা বলা হয় জামিনের আবেদনের ভিত্তিতে। যদিও সিবিআইয়ের তরফ থেকে আজ অভিযুক্তদের জামিনের তীব্র বিরোধিতা করা হয়। তাঁদের তরফ থেকে বলা হয়, “আমরা বারবার হেফাজতে চাইছি। তার কারণ কেউ তদন্তে সহযোগিতা করছেন না। প্রত্যেকে নথিপত্র নষ্ট করেছে। অপরাধ যথেষ্ট গুরুতর।
তদন্তের অগ্রগতি এভাবে আদালতে ভরা এজলাসে বলা যাবে না। গত ১৪ দিনে তদন্ত অনেকটাই এগিয়েছে। তদন্তে আরও অনেকের নাম উঠে এসছে। আরও বেশ কয়েকজন মিডলম্যানের নাম পেয়েছি। তাদেরকে চিহ্নিত করার জন্য অভিযুক্তদের হেফাজতে রাখা প্রয়োজন।” সব দিক বিচার করে আলিপুর আদালত আবারও পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য অভিযুক্তদের জেল হেফাজত দিল। আপাতত সিবিআইয়ের তদন্তের গতিপথ কোনদিকে মোড় নেয়, সেটাই দেখার।