ডিজিটাল ডেস্ক : গতকাল বিধানসভায় এসএসসি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে পাল্টা বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার বিরুদ্ধে শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ করেছিলেন। আবার শুভেন্দু অধিকারী এর জবাবে পালটা বলেন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি তাঁর বিধানসভা কেন্দ্রের জন্য একটি ব্ল্যাকবোর্ডও নেননি। এমনকি বিধানসভা কেন্দ্রের জন্য কোনো কিছুরই আবেদন জানাননি তিনি। আর তারই প্রত্যুত্তরে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারী ব্ল্যাকবোর্ড নেননি, কিন্তু ব্ল্যাকমানি নিয়েছেন। একইসাথে তিনি শুভেন্দু অধিকারীকে জোগানদার অধিকারী বলে তীব্র কটাক্ষ করেন। কার্যত পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandhopadhyay) ছিলেন বলেই অধিকারীরা অধিকারী হয়েছেন। খুব স্বাভাবিকভাবেই পার্থ চট্টোপাধ্যায়ের এই বিবৃতির পর নজর থাকবে বিরোধী দলনেতা কি প্রতিক্রিয়া দেন। এই নিয়ে যে রাজনৈতিক তরজা বাড়বে তা নিঃসন্দেহে বলা যায়।
দ্রৌপদী মুর্মুকে নিয়ে মমতার মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া, ক্ষোভ অধীর সুজনের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন, আগে জানলে অন্য সিদ্ধান্ত নিতেও পারত তৃণমূল কংগ্রেস। কারণ...
Read more