ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে থাকছেন। আজকে অবশ্য তাঁর জেল হেফাজত শেষ। তাঁকে আলিপুর আদালতে তোলা হয়েছে, শুধু তিনি একা নন, তাঁর সাথে ছিলেন একই মামলায় অভিযুক্ত এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা সহ অন্যান্যরা।
দীর্ঘদিন যাবৎ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করে আসছেন তাঁর আইনজীবী। কিন্তু কোনভাবেই জামিন পাওয়া যাচ্ছে না। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হবার পর জানিয়েছিলেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। সেই একই কথা আজ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে বললেন।
পাশাপাশি সিবিআইয়ের তদন্তের গতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আইনজীবী জামিনের আবেদন করার আগে প্রশ্ন তোলেন, “সিবিআইয়ের তদন্ত অফিসার নিজেই বলেছেন তিনি একা মানুষ। তিনি সামাল দিতে পারছেন না। তাদের ব্যর্থতার জন্য অভিযুক্ত কেন জেলে আটকে থাকবেন?” একইসঙ্গে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে বলেন, “পার্থর নাম এফআইআরে নেই, কোনওভাবে অভিযুক্তর তালিকায়ও তাঁর নাম নেই। অথচ ৭৫ দিন ধরে তাঁকে হেফাজতে রাখা হয়েছে।”
পার্থ চট্টোপাধ্যায় আজকে জামিন পাচ্ছেন কিনা তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি, তার কারণ আদালত এখনো পর্যন্ত রায় জানায়নি। স্বাভাবিকভাবেই পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্যে আজ কি রয়েছে তা নিয়ে বাড়ছে কৌতুহল। তবে এটুকু নিঃসন্দেহে বলা যায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হওয়া ততটাও সহজ নয়। কারণ সিবিআই জামিন আটকানোর সর্বতোভাবে চেষ্টা করবে।