ডিজিটাল ডেস্ক : এসএসসি দুর্নীতির তদন্তে মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কার্যত এই গ্রেপ্তারির পর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। তবে পার্থ চট্টোপাধ্যায়ের নামে দুর্নীতি প্রসঙ্গে এত হৈচৈ হলেও তার নাম কিন্তু এখনো অষ্টম শ্রেণীর ইতিহাসের পাঠ্য বইতে জ্বলজ্বল করছে। আর তাই নিয়ে এবার প্রশ্ন তুলল রাজ্যের দুই প্রধান বিরোধী দল বিজেপি ও সিপিএম। কার্যত এই দুই দলের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাঠ্য বই থেকে অবিলম্বে সরাতে হবে পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গ। প্রসঙ্গত ক্লাস এইটের ইতিহাস বইতে ১৬২ এবং ১৬৩ পৃষ্ঠায় সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গে লেখা রয়েছে। আর সেই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandhopadhyay) পাশাপাশি নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। বিরোধীদের পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করা হয়েছে। তবে এই নিয়ে সরকারের পক্ষ থেকে অবশ্য এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। কিন্তু বিষয়টি নিয়ে যে টানাপোড়েন বাড়তে চলেছে, সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।
দশে দশ | 19.08.2022 | Daily Top 10 Breaking News
উত্তরবঙ্গ-রাজ্য-দেশ। বাছাই করা দশ খবর, এক ঝলকে
Read more