কলকাতা: প্রেসিডেন্সি সংশোধনাগারের সরস্বতী পুজোয় অঞ্জলি দিতে পারবেন না নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ অন্য শিক্ষাকর্তারা। তবে অঞ্জলি দেওয়ার অনুমতি না মিললেও পুজোয় বিশেষ খাবার পাবেন তাঁরা, এমনই খবর সংশোধনাগার সূত্রের। জানা গিয়েছে, প্রতি বছরের মতো এবারও প্রেসিডেন্সি সংশোধনাগারের গ্রন্থাগারে সরস্বতী পুজোর আয়োজন করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য, প্রাক্তন শিক্ষাকর্তা সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিংহ, অশোক সাহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই জেলেই বন্দি। পার্থ, মানিক সহ বাকি শিক্ষাকর্তারা জেল সুপার দেবাশিস চক্রবর্তীর কাছে এবার সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তবে সূত্রের খবর, আদালতের নির্দেশ মতো এবং পার্থদের নিরাপত্তার কথা মাথায় রেখেই তাঁদের সেই ইচ্ছে বাতিল করেছে জেল কর্তৃপক্ষ।
জেল সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজো উপলক্ষ্যে সংশোধনাগারের মেনুতে থাকছে চমক। সেদিন সকালের মেনুতে থাকছে লুচি-বোঁদে, দুপুরে আলু-ফুলকপি-মটরশুঁটি দিয়ে খিচুড়ি এবং পাঁচমিশালি আনাজের তরকারি। রাতে রুটির সঙ্গে বন্দিদের পাতে পড়বে ছোলার ডাল ও বাঁধাকপির তরকারি।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : নিয়োগ দুর্নীতি নিয়ে খোঁচা সুকান্তের, নাম না করেই দিলেন হুঁশিয়ারি