ডালখোলাঃ ডালখোলা শহরের মধ্যে দিয়ে বাস চালানো নিয়ে রাজনৈতিক তর্জা তুঙ্গে। শহরের মধ্যে দিয়ে বাস চালানোর দাবিতে ১৬ নভেম্বর ব্যবসা বনধের ডাক দিয়েছে ডালখোলা(Dalkhola) নাগরিক কমিটি। সেই বন্ধের সমর্থনে রবিবার মিছিল করে নাগরিক কমিটি। ব্যবসা বনধের ডাক দিতেই এদিন ডালখোলা শহরে সরকারি বাস চলতে দেখা গিয়েছে।
চলতি বছরের মার্চ মাসে ডালখোলা বাইপাস দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। কিন্তু বাইপাস চালু হতেই শহরের মধ্যে দিয়ে যাত্রীবাহি সরকারি ও বেসরকারি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। শহরের মধ্যে বাস চলাচল বন্ধ হওয়ার কারনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় শহরের ব্যবসায়ীদের। পাশাপাশি ডালখোলা বাইপাসে যাত্রী ওঠা নামার কারণে যাত্রী সুরক্ষার প্রশ্ন উঠতে শুরু করে। এরপর যাত্রীবাহী বাস শহরের মধ্যে দিয়ে চালানোর জন্য প্রশাসনিক মহলে একাধিকবার আবেদন জানানো হয় বিভিন্ন মহল থেকে। সেই সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম কর্তৃপক্ষের তরফ থেকে সরকারি বাস শহরের মধ্যে দিয়ে চালানোর জন্য নির্দেশ জারি করা হয়। বিভিন্ন মহলের দাবি সেই নির্দেশ জারি হওয়ার পর বেশ কিছু দিন শহরের মধ্যে দিয়ে বাস চললেও অল্প দিনের মধ্যেই ফের শহরের মধ্যে দিয়ে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপরই শহরের মধ্যে দিয়ে বাস চালানোর দাবিতে ডালখোলা নাগরিক কমিটি ১৬ নভেম্বর ব্যবসা বনধের ডাক দেয়। সেই বনধের সমর্থনে এদিন মিছিল করেন শহরের নাগরিকরা।
তবে উল্লেখ্য এদিন সকাল থেকেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বেশ কিছু বাস চলতে দেখা যায় শহরের মধ্যে দিয়ে। যদিও এদিন এই বাস চালানোর জন্য রাজনৈতিক চক্রান্ত বলে দাবি তুলেছেন নাগরিক কমিটির সদস্যরা। নিগমের এক বাস চালক বাপ্পা রায় জানান শনিবার রাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যানের নির্দেশ পেয়ে আমরা আজকে শহরের মধ্যে দিয়ে বাস নিয়ে এসেছি।
ডালখোলা নাগরিক কমিটির সভাপতি রাম বাবু সাহা জানান, শহরের মধ্যে দিয়ে বাস চলাচল বন্ধ হওয়ার কারণে ব্যবসা বন্ধের মুখে। বিভিন্ন মহলে আমরা আবেদন জানিয়েও সমস্যার কোনো সুরাহা হয়নি। তাই আমার ব্যবসা বনধের ডাক দিতে বাধ্য হয়েছি। যদিও ডালখোলা পুরসভার পুরপতি স্বদেশ চন্দ্র সরকার জানান শহরের মধ্যে বাস চলাচল বন্ধ হওয়ার কারণে ব্যবসার লোকসান হচ্ছে পাশাপশি যাত্রীদের অসুবিধায় পড়তে হচ্ছে। কিন্তু তা বলে কোনও রকম বনধের সমর্থন আমরা করিনা। আমি নাগরিক কমিটিকে এই বনধ প্রত্যাহার করার জন্য বলব। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে।
আরও পড়ুনঃ হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত আলুখেত