কোচবিহার ও দিনহাটাঃ করোনার উপসর্গ নিয়ে রেফার করা এক রোগীর উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য কোচবিহার জেলাজুড়ে। জানা গিয়েছে, সম্প্রতি ভিনরাজ্য থেকে সিতাইয়ে নিজের বাড়িতে ফেরেন ওই শ্রমিক। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালের আইসলেশন ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। সেখানে বেশ কয়েকদিন রাখার পর বৃহস্পতিবার রাতে দিনহাটা মহকুমা হাসপাতাল থেকে তাঁকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। দিনহাটা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে চেপে বের হলেও তিনি কোচবিহার মেডিকেলে ভর্তি হননি বলে অভিযোগ ওঠে। মাঝপথ থেকে কীভাবে ওই রোগী বেপাত্তা হয়ে যান তা নিয়ে প্রশ্ন উঠছে। অবশ্য পরে তাঁকে খুঁজে বের করে হোম কোয়ারান্টিনে রাখা হয়েছে বলে জানা যায়।
দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল বলেন, ‘ওই রোগীকে কোচবিহার মেডিকেলে রেফার করে দেওয়া হয়েছিল। দিনহাটা হাসপাতাল থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে কোচবিহার মেডিকেলে পাঠানো হয়। কিন্তু এরপরে কোচবিহার মেডিকেল গিয়ে পৌঁছেছে কিনা সেবিষয় লিখিত কোনও কিছু জানানো হয়নি। তবে শুক্রবার ওই রোগীকে তাঁর বাড়িতেই পাওয়া যায়। তাঁকে হোম কোয়ারান্টিনে রাখা হয়েছে।’
কোচবিহার মেডিকেলের এমএসভিপি ডাঃ রাজীব প্রসাদ বলেন, ‘আমরা জানতে পেরেছি এক অ্যাম্বুলেন্স চালক সংশ্লিষ্ট রোগীর কাগজপত্র নিয়ে হাসপাতালে এসেছিলেন। কিন্তু সেই রোগী কোথায় গেলেন তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। ওই রোগী মেডিকেলে ভর্তি হননি।’
দিনহাটা মহকুমা হাসপাতালের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির জ্বর-শ্বাসকষ্ট ছিল। পর্যবেক্ষণে রাখার জন্য তাঁকে কোচবিহার মেডিকেলে রেফার করা হয়। কিন্তু তাঁর উধাও হয়ে যাওয়ার খবর পেয়ে তারা বিষয়টি স্বাস্থ্যদপ্তরে জানায়। এদিন ওই ব্যক্তির বাড়িতে যান স্বাস্থ্যদপ্তরের কর্মীরা। তাঁকে পর্যবেক্ষণ করার পর হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।