ডিজিটাল ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেতা ‘সুশান্ত সিং রাজপুত’- এর আকস্মিক মৃত্যুর ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে উঠেছে ‘বলিউড বয়কট ট্রেন্ড’। অন্যথা হল না শাহরুখের ‘পাঠান’ সিনেমা। ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে বয়কট-এর ডাক। এবার সোশ্যাল মিডিয়ায় বয়কট পাঠানের ডাক দিতে গিয়ে হাসির খোরাক হলেন এক ব্যক্তি।
चाचा आप रहने दो पठान की जगह पटना की वाट लगा रहें हो 😭😭 #Pathaanhttps://t.co/C85nl7HlrB pic.twitter.com/N64KcKlKyQ
— Fatima Khan (@afficasm) January 21, 2023
পাঠানের জায়গায় ভুল টাইপ হয়ে পটনা হয়ে গিয়েছে। কিন্তু ওই ব্যক্তি সেই সব না খেয়াল করেই কমেন্ট করে দেন। আদতে কোন পোস্টে ওই ব্যক্তি এই কমেন্ট করেছিলেন তা জানা যায়নি। কিন্তু তাঁর এমন কমেন্ট ভাইরাল হতে বেশি সময় নেয়নি। বিষয়টি নিয়ে ট্রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। নেটিজেনরা বলছেন, এতদিন একটা সিনেমাকে বয়কটের ডাক দেওয়া হচ্ছিল বিশেষ একটি পক্ষের তরফ থেকে। কিন্তু সিনেমা বাদ দিয়ে এবার গোটা শহরকেই বয়কটের ডাক দিচ্ছেন এই ব্যক্তি। অনেক মিম ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে বিষয়টি নিয়ে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন: ‘পাঠান’-এর ৩০০টি হলের শো বাড়ালেন মালিকরা