উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন আইএসএল লিগে এটিকে মোহনবাগানের হয়ে খেলতে চলেছেন ফ্লোরেন্তিন পোগবা। ফ্রান্স দলের বিখ্যাত ফুটবলার পল পোগবার সম্পর্কে ভাই হন তিনি। ফ্লোরেন্তিনের বর্তমান ক্লাব শোসাক্স মবেলিয়ার্ড সম্প্রতি টুইট করে এমনটি জানিয়েছে।
প্রসঙ্গত, এর আগে এটিকে মোহনবাগানে এরকম তারকা ফুটবলারকে আগে কোনদিনও খেলতে দেখা যায়নি। স্বাভাবতই ফ্লোরেন্তিনের মোহনবাগানে যোগ দেওয়াকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে। তবে ক্লাবের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। উল্লেখ্য , ফ্লোরেন্তিন পোগবা এর আগে ফ্রান্স, স্পেন ও আমেরিকার ক্লাবগুলিতে খেলেছেন। আন্তর্জাতিক স্তরে ফ্রান্সের অনূর্ধ্ব ২০ দলে খেলেছেন তিনি। গিনির জাতীয় দলের হয়েও খেলতে দেখা গিয়েছে তাকে। তাঁর বর্তমান ক্লাব ফ্রান্সের শোসাক্স মবেলিয়ালর্ড-এ দু বছর ধরে রয়েছেন তিনি। আইএসএলের প্রাক্কালে মোহনবাগান এই তারকা ফুটবলারকে নেওয়ায় অন্যান্য দলকে অনেকটাই পেছনে ফেলে দিল বলে মনে করছে ক্রীড়া মহল।
আরও পড়ুন : ভারতে বসতে চলেছে মহিলা বিশ্বকাপ ফুটবলের আসর, খেলতে আসছে বিশ্বসেরা দল