ওয়াশিংটন: বেশ অনেকদিন ধরেই ব্রেন টিউমারে ভুগছিলেন হলিউড অভিনেতা পল রিটার। দীর্ঘ যুদ্ধের পর অবশেষে সোমবার সন্ধ্যায় তাঁর জীবনাবসান ঘটল। মাত্র ৫৪ বছর বয়সেই চলেন গেলেন ‘হ্যারিপটার’, ‘দ্য হাফ-ব্লাড প্রিন্স’ খ্যাত অভিনেতা। জনপ্রিয় নেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ হলিউড থেকে বলিউড সমস্ত মহল।
Paul Ritter, who appeared as Guy Haines in Quantum of Solace, has very sadly passed away. Our thoughts are with his family and friends. pic.twitter.com/QOTbMRsrRE
— James Bond (@007) April 6, 2021
- Advertisement -
পল রিটারের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানান তাঁর মুখ্যপাত্র। এরপরই টুইটে শোকবার্তা দেন সমস্ত তারকারা। জেমস বন্ড থেকে শুরু করে প্রত্যেকেই শ্রদ্ধাজ্ঞাপন করেন।