ডিজিটাল ডেস্ক : আবারও বন্দুকবাজের হামলা ওয়াশিংটনে। সূত্রের খবর, নর্থ ওয়েস্ট ওয়াশিংটনে আচমকাই পথচারীদের ভীড় লক্ষ্য করে বন্দুকবাজ গুলি চালায়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন উপস্থিত পথচারীরা। জানা গিয়েছে, যেখানে গুলি চলেছে তার কিছুটা দূরেই একটি কনসার্ট চলছিল। রাস্তায় ভালোই ভিড় ছিল।গুলি চালানোর ঘটনায় পথচলতি বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এমন কি বেশ কয়েকজন পুলিশ কর্মীর গায়েও গুলি লেগেছে বলে খবর। বন্দুকবাজের হামলা ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। কেন এই হামলা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন : কাবুল গুরুদ্বারে জঙ্গি হামলার ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে নিন্দা প্রধানমন্ত্রীর