ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ইউএফও নিয়ে তিনটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও প্রকাশ করেছে। ২ এপ্রিল তারিখের এক বিবৃতিতে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর বলেছে, ভিডিওগুলি নেভি পাইলটরা ২০০৭ এবং ২০১৭ সালে নিয়েছিল৷ এরপর সোশ্যাল মিডিয়ার দৌলতে ফাঁস হওয়ার পরে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়।
ভিডিওগুলি পর্যবেক্ষণ করার পর দেখা গিয়েছে কিছু বায়বীয় ঘটনা। যেখানে অজানা কিছু জিনিসকে দ্রুত গতিতে উড়তে দেখা গিয়েছে। পেন্টাগন ভিডিওগুলির একটি অংশ সামনে এনে এক বিবৃতিতে এই তথ্যগুলি প্রকাশ করে। সোমবার আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের প্রকাশিত কিছু ভিডিও ফুটেজে আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ‘ইউএফও’ গুলি দ্রুত গতিতে দেখতে পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, সেগুলি ইনফ্রারেড ক্যামেরা দ্বারা রেকর্ড করা হয়েছিল।
The Pentagon has officially released UFO Videos 😱 #UFOs pic.twitter.com/nxQNKjn9zD
— clementhis lambert (@UnknownMark17) April 27, 2020
ফুটেজে একটি কণ্ঠস্বর থেকে অনুমান করা যায়, ইউএফওগুলির একটি ড্রোনও হতে পারে। আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও-র ভিডিওগুলির ইন্টারনেটে একরকম বিরাট জল্পনা তৈরি করেছে। মঙ্গলবার দুপুরে টুইটারে ইউএফও হ্যাশট্যাগটি #UFO ট্রেন্ডিংয়ে রয়েছে। এ পর্যন্ত ৩১ হাজার পোস্টে এই ট্যাগ ব্যবহৃত হয়েছে। ইতিমধ্যে ভিডিওগুলি লক্ষ লক্ষবার দেখা হয়েছে এবং বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে।
পেন্টাগনের তরফে জানানো হয়েছে, ‘যে কোনও ভুল ধারণা দূর করতে এবং সাবধানতার সঙ্গে পর্যালোচনা করে ইউএফও-র ভিডিও ফুটেজগুলি প্রকাশ করা হয়েছে। ‘পেন্টাগন কর্তৃপক্ষ এই নিয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার পর এই ভিডিওগুলি জনসমক্ষে ছাড়ার অনুমতি দিয়েছে। প্রকাশের আগে ভিডিওগুলির মাধ্যমে কোনও সংবেদনশীল বার্তা বা কোনও আভ্যন্তরীন বিষয় প্রকাশ করবে না সে ব্যাপারে নিশ্চিত হওয়ার পরই বিভাগটি এই সিদ্ধান্ত নিয়েছে।