রাঙ্গালিবাজনা: ১৯৯৩ সালের বন্যায় রাস্তা ভেঙে বিরাট গর্ত তৈরি হয় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের উত্তর দেওগাঁওয়ের রায়পাড়ায়। গর্ত পারাপারে ২৯ বছর ধরে ভরসা বাঁশের সাঁকো। সেই সাঁকো দিয়ে কোনও যানবাহন পারাপার করা সম্ভব নয়। তাই নীচে পায়ে চলা পথ দিয়ে যানবাহন চলাচল করে। কিন্তু গত বছর ভেঙে পড়ে সাঁকোটি। স্থানীয়রা জানান, গত বছর জেলা পরিষদের স্থানীয় সদস্যা শেফালি বর্মন এসে পাকা সেতু বা কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু এক বছর গড়িয়ে গেলেও পাকা সেতু তো দূরের কথা সাঁকোটি পর্যন্ত পুনর্নির্মাণ করা হয়নি।
শুক্রবার রাতে মুষলধারে বৃষ্টির পর শনিবার রায়পাড়ার ওই জায়গায় দেখা গিয়েছে, পায়ে চলা পথটির ওপর হাঁটু জল দাঁড়িয়ে রয়েছে। শিশু কিশোররা আনন্দে মাছ ধরেছে সেখানে। জেলা পরিষদের স্থানীয় সদস্যা শেফালি বর্মন বলেন, ‘সেতু তৈরির ইচ্ছে থাকলেও উপায় নেই। কারণ জেলা পরিষদের তহবিলে টাকা নেই। ওই জায়গায় সেতু তৈরি করে থাকে দেওগাঁও গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। তাই গ্রাম পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করেছি।’ দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রহিফুল আলম বলেন, ‘সাঁকো পুনর্নির্মাণের জন্য অ্যাকশন প্ল্যান করা হয়েছে। কিন্তু ওই তহবিলে কোনও টাকা নেই।’
আরও পড়ুন : তুফানগঞ্জে দুটি দোকানে চুরি