চাঁচল: মদ্যপ অবস্থায় না বুঝে ভুল করে ইঁদুর মারার বিষ খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে চাঁচলের কনুয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সকাল দাস(৫৫)। তিনি পেশায় দিন মজুর। গতকাল রাতেই তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
মৃত সকাল দাসের স্ত্রী শ্যামলি দাস জানান, গতকাল রাতে বাইরে থেকে মদ্যপ অবস্থায় বাড়িতে আসেন স্বামী। বাড়িতে ইঁদুরের উপদ্রবের জন্য আগে থেকেই রাখা ছিল ইঁদুর মারার বিষ। মদ্যপ অবস্থায় সেই বিষ খেয়ে নেন তিনি। এরপর তিনি স্বামীকে বিষপান কেন করলে জিজ্ঞেস করলে সে জানায়, না বুঝেই ভুল করে খেয়ে ফেলেছি। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।