রাজগঞ্জ: মাছ ধরতে এসে মহানন্দা নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি। বুধবার ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ব্যারেজে। তলিয়ে যাওয়া ব্যাক্তির নাম দিলীপ দাস (৪৫)। শিলিগুড়ির এনজেপি এলাকার ডিএস কলোনির বাসিন্দা। ঘটনার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল দিলীপ দাস ছিপ নিয়ে ফুলবাড়ি ব্যারেজে মহানন্দায় মাছ ধরতে যান। সেখানে আরও কয়েকজন মাছ ধরছিলেন। শ্যাম মণ্ডল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘গতকাল বিকেল ৪টা নাগাদ ওই ব্যক্তি জল পেরিয়ে নদীর মাঝখানে পাথরের স্তূপে যাওয়ার সময় তলিয়ে যান। বেশি জল এবং স্রোত থাকায় কেউ উদ্ধারে নামতে সাহস পায়নি।‘ এদিকে বাড়ির লোক খোঁজাখুঁজি করতে করতে বৃহস্পতিবার সকালে ফুলবাড়ি ব্যারেজে পৌঁছোয়। ঘটনাস্থলে ওই ব্যক্তির সাইকেল ও জুতো পড়ে থাকায় চিনতে পারেন পরিবারের লোকজন।
দিলীপ দাসের ছেলে পাপাই দাস বলেন, ‘জুতো ও সাইকেলটি তাঁর বাবার। স্বাভাবিকভাবেই জলে তলিয়ে যাওয়া ব্যক্তি তাঁর বাবা সেটা একরকম নিশ্চিত।‘