ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন ধরে রাজ্যে শিল্প নেই বলে অভিযোগ জানিয়ে আসছে বিরোধীরা। আজকে বিধানসভায় শিল্প বাজেট পেশ করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবং তিনি জানালেন, শিল্পায়নের মাধ্যমে রাজ্যে আরো কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তাজপুর বন্দর নিয়ে ইতিবাচক মন্তব্য করেন তিনি। একই সাথে দেউচা পাচামি নিয়ে একাধিক বার্তা দিয়েছেন। আজ পার্থ চট্টোপাধ্যায় বিরোধী-শূন্য বিধানসভায় শিল্প বাজেট পেশ করলেন এবং বিরোধীদের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিলেন। আগামী মাসে রাজ্যে শুরু হতে চলেছে গ্লোবাল বিজনেস সামিট। আর সেখান থেকে রাজ্যের বিপুল শিল্প সম্ভাবনা তৈরি হবার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী। খুব স্বাভাবিক ভাবেই গ্লোবাল বিজনেস সামিটের আগে যেভাবে শিল্প বাজেট পেশ করা হল বিধানসভায় তা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। আপাতত, এই শিল্প বাজেট বিরোধীদের আদৌ খুশী করতে পারবে কিনা সেটাই দেখার।
আরও পড়ুন : কর্তব্যে গাফিলতির অভিযোগ, রামপুরহাট থানার আইসিকে সাসপেন্ড