উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিষাক্ত সাপের কামড় থেকে মালিককে বাঁচিয়ে মৃত্যু সারমেয়র। বুধবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসির ঘটনা। জানা গিয়েছে, পঞ্চায়েত সদস্য অমিত রাই উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও তাঁর পৈতৃক বাড়ি ঝাঁসির সীমান্ত সংলগ্ন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) প্রতাপপুর এলাকায়। বাড়িতে একাধিক পোষ্য রয়েছে তাঁর। গতকাল পোষ্যের সঙ্গে হেঁটে প্রতাপপুরের ফার্মহাউসের দিকে যাচ্ছিলেন। সেই সময় আচমকা তাঁর দিকে ধেয়ে আসে একটি বিষধর সাপ। অমিত সাপটিকে লক্ষ্য না করলেও সারমেয়টি ঝাঁপিয়ে পড়ে কামড়ে মেরে ফেলে সাপটিকে। যদিও কিছুক্ষণ পরে সারমেয়টিরও মৃত্যু হয়। বিশেষজ্ঞরা জানান, বিষক্রিয়াতে মৃত্যু হয়েছে সারমেয়টির।
বছর পাঁচেক আগে আমেরিকান বুলি কুকুরটিকে কেনেন অমিত। নাম রাখেন গব্বর। বাড়িতে একাধিক পোষ্য থাকলেও গব্বরের প্রতি একটু বেশিই টান ছিল অমিতের। প্রিয় পোষ্যের মৃত্যুতে শোকগ্রস্ত মালিক ও তাঁর পরিবার।
আরও পড়ুন : বিমানে মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়, সিদ্ধান্ত কেন্দ্রের