নয়াদিল্লি: ইজরায়েল থেকে ২০১৭ সালে ফোনে আড়ি পাতার স্পাইওয়্যার ‘পেগাসাস’ কিনেছিল ভারত সরকার। একটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। এই তথ্য সামনে আসার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধীরা। এই দাবির ভিত্তিতে ফের সুপ্রিম কোর্টে পেগাসাস ইস্যু নিয়ে তদন্ত চেয়ে একটি আবেদন জমা পড়ল। আইনজীবী মনোহর লাল শর্মা এই আবেদনটি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে পেগাসাস নিয়ে যে দাবি করা হয়েছে তা খতিয়ে দেখা হোক বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন : ধর্মান্তকরণের বিরুদ্ধে দাঁড়ালেন অরবিন্দ কেজরিওয়াল