ফুলবাড়ি: এলাকাবাসীদের আন্দোলনের জেরে মাথাভাঙ্গা -২ ব্লকের ফুলবাড়ির খেতি ফুলবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরিষেবার সময়সীমা বাড়ল। বর্তমানে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত পরিষেবা মিলছে। আগে মিলত সকাল দশটা থেকে দুপুর দু’টো পর্যন্ত। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর কায়াকল্প প্রকল্পের মান নির্ণয়ের জন্য স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে আসেন স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল। স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা পরিষেবার দাবিতে ওই দিন পরিদর্শক দলকে বহুক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে পরিদর্শক দল ও স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা ডাক্তারের পক্ষ থেকে একটি লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয় আন্দোলনকারীদের। যেখানে উল্লেখ ছিল ৬ ডিসেম্বর থেকে স্বাস্থ্যকেন্দ্রে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত পরিষেবা মিলবে। সেই সঙ্গে আগামী সাত মাসের মধ্যে ফুলবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা পরিষেবা চালু করার চেষ্টা করা হবে। সেই অনুযায়ী গত ৬ ডিসেম্বর থেকে ফুলবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা মিলছে। তবে ২৪ ঘণ্টা স্বাস্থ্য পরিষেবার দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial