জটেশ্বর: নয়ানজুলিতে উলটে পড়ল চোরাই সেগুন কাঠবোঝাই একটি পিক আপ ভ্যান। শুক্রবার ঘটনাটি ঘটে ফালাকাটা বীরপাড়া জাতীয় সড়কের কাজলীহল্ট এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় কাজলীহল্ট এলাকায় টহল দিচ্ছিলেন জটেশ্বর ফাঁড়ির পুলিশকর্মীরা। কাঠবোঝাই পিক-আপ ভ্যানটিকে দাঁড়াতে বললে গাড়ির আরো গতি বাড়িয়ে দেন চালক৷ সন্দেহ হওয়ায় পিছু নেয় পুলিশ। পরে কাজলীহল্টের ছোটপুল এলাকায় নয়ানজুলিতে উলটে যায় কাঠবোঝাই গাড়িটি। গাড়িটিতে প্রায় দশটি সেগুন কাঠের গুঁড়ি ছিল যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। এদিকে গাড়িটি নয়ানজুলিতে পড়ার পরেই চালক গাড়ি ছেড়ে পালিয়ে যায়। কাঠ বাজেয়াপ্ত করার পাশাপাশি গাড়িটিকে আটক করেছে পুলিশ।
মাদক বিরোধী দিবসে বীরপাড়ায় র্যালি
বীরপাড়া: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে রবিবার বীরপাড়া থানার উদ্যোগে পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক র্যালি ও অনুষ্ঠান করল পুলিশ। থানা সূত্রের...
Read more