মেখলিগঞ্জ: ঘরের কাছের জয়ী সেতু দেখা হয়নি অনেকেরই। করোনা পরিস্থিতিতে বাইরের অর্থাৎ ডুয়ার্সের বিভিন্ন পিকনিক স্পটগুলির অবস্থার কথাও সকলের কাছে স্পষ্ট নয়। এই অবস্থায় রবিবার মেখলিগঞ্জের তিস্তা নদীতে জয়ী সেতু সংলগ্ন এলাকায় পিকনিক করার জন্য ভিড় জমাল অনেক মানুষ। তবে বেশিরভাগই ছিল ছোট ছোট দলে বিভক্ত।
খোঁজ নিয়ে জানা গেল, করোনা আবহে পাড়ার সবাই দল বেঁধে পিকনিকে যাওয়ায় ঝুঁকি আছে। সেই কারণে ছুটির দিনে শুধুমাত্র পরিবার পরিজনকে নিয়েই এই তিস্তাপাড়ে পিকনিকে এসেছেন সকলে। গত বছর ফেব্রুয়ারিতে জয়ী সেতুর উদ্বোধন হলেও চাক্ষুস দেখা হয়নি অনেকের। সেকারণে এদিন পিকনিকের পাশাপাশি তাঁরা জয়ী সেতুও ঘুরে দেখলেন। তিস্তা নদীর ওপর থাকা জয়ী সেতু সংলগ্ন এলাকায় পিকনিক করার জন্য উপযুক্ত পরিকাঠামো না থাকায় কিছুটা সমস্যার মধ্যে পড়তে হল তাঁদের। তবে তিস্তার নৈস্বর্গিক সৌন্দর্য ও জয়ী সেতু দেখার পর সেসব নিয়ে ভাবতে নারাজ শ্যামলী, অপর্ণা, অর্জুনদের মতো পিকনিকে আসা মানুষেরা। তাঁদের বক্তব্য, এই এলাকায় ঠিকঠাক পিকনিকের পরিকাঠামো গড়ে তোলা হলে ডুয়ার্সের অন্যান্য পিকনিক স্পটকে টেক্কা দেবে তিস্তাপাড়ের এই নতুন পিকনিক স্পট।