ক্যানিং: রাজ্যের বিভিন্ন পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে পুরোহিতের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন সৌরভ দত্ত নামে এক ব্যক্তি।
ওই মামলাটি শুনানির জন্য উঠলে শুক্রবারে কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কাছ থেকে ওই বিষয়ে একটি হলফনামা তলব করেছেন। সম্ভবত আগামী বুধবার ওই মামলাটি পুনরায় শুনানির জন্য উঠতে পারে। এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার থেকে পুজো কমিটিকে বিভিন্ন থানার মাধ্যমে ৫০ হাজার করে টাকার চেক জোর কদমে বিলি করা শুরু হয়েছে। যাতে ওই জনস্বার্থে দায়ের হওয়া মামলাটি পুনরায় শুনানির জন্য ওঠার আগেই সেই চেক বিলির কাজ শেষ হয়ে যায়। সেইসঙ্গে পুরোহিতদের ভাতা বণ্টনের ব্যাপারেও রাজ্যের সর্বোচ্চ মহল থেকে প্রশাসনের ওপর জোর দেওয়া হয়েছে।