কলকাতা: মমতার ওপর হামলার অভিযোগে সিবিআই তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করলেন সুরোজিৎ সাহা নামে এক ব্যক্তি। মামলাকারীর দাবি, মুখ্যমন্ত্রীর জেড প্লাস ক্যাটেগোরি নিরাপত্তা থাকার সত্ত্বেও কী করে হামলা হয়? প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন ও অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ মামলাকারীর আইনজীবীর কাছে জানতে চান, আপনি মিডিয়ার রিপোর্টের ভিত্তিতে মামলা করতে এসেছেন? কিন্তু আইনজীবীর দাবি, তাঁদের কাছে আরও তথ্য রয়েছে। প্রধান বিচারপতি আগামী শুক্রবার মামলাটি শুনবেন বলে জানিয়েছেন।
গত ১০ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার পর নিজের গাড়ির সামনেই আক্রান্ত হন বলে তিনি নিজেই অভিযোগ জানিয়েছিলেন। এখনও এসএসকেএম হাতপাতালে চিকিৎসাধীন রয়েছেন মমতা। যদিও গতকাল মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য সামান্য পরিবর্তন করে লোকজনের চাপে গাড়ির দরজাতে আঘাত লেগেছে বলেই জানিয়েছেন। এই পুরো ব্যাপারে সিবিআই তদন্ত দাবি করে জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছে।