কলকাতা: রাজ্য মন্ত্রীসভা থেকে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে সরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেন প্রদীপ্ত অর্জুন নামে এক ব্যক্তি। মামলাকারীর দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee ) পাশাপাশি পরেশচন্দ্র অধিকারীর নামও জড়িয়েছে। তবে শুধু পার্থকে কেন মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হল? শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে।
প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন বিকেলে রাজ্য মন্ত্রীসভায় রদবদল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীসভায় নতুন মুখ কারা হবে? সেদিকেই নজর সবার।
আরও পড়ুন : বিকানের বিল্ডিংয়ে সিআইডির তল্লাশিতে মিলল প্রচুর টাকা!