ডিজিটাল ডেস্ক : বিগত কয়েক দিন যাবত অর্জুন সিং এর গলায় শোনা গিয়েছিল কেন্দ্রীয় বিরোধিতার সুর। কার্যত বিজেপি সাংসদ অর্জুন সিং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন রাজ্যের পাটচাষি ও চটকল কর্মীদের দুরবস্থা নিয়ে। এমনকি অর্জুন সিং এর গলায় ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandhopadhyay) লেখা চিঠি প্রসঙ্গও। এই পরিস্থিতিতে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছিল অর্জুন সিং এর সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা বৃদ্ধি নিয়ে। আর সেই গুঞ্জন চাপা দিতে তড়িঘড়ি দিল্লিতে অর্জুন সিং কে ডেকে পাঠালেন কেন্দ্রীয় নেতৃত্ব। শনিবার কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি সাংসদ। জানা গিয়েছে, এই বৈঠকের পর ব্যারাকপুরের বিজেপি সাংসদ যথেষ্ট খুশি। তিনি জানান, বৈঠক যথেষ্ট ইতিবাচক হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের সাথে বিজেপি সাংসদ অর্জুন সিং এর এই বৈঠক যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝেই মমতার মুখে মোদির প্রশংসা