ওয়াশিংটন: বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়ল বিমান! রবিবার রাতে আমেরিকার (America) মন্টগোমারিতে ঘটনাটি ঘটে। কেউ হতাহত না হলেও গোটা এলাকার একটি বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। একটি ছোট আকৃতির বিমান গতকাল বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়ে। বিমানটি যে অঞ্চল দিয়ে যাচ্ছিল, সেখানে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। জানা গিয়েছে, দুর্ঘটনার ফলে প্রায় ৯০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিমানটি কিভাবে ভেঙে পড়ল তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।
আরও পড়ুন: Accident case | কানাডায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হরিয়ানার তরুণের