মানিকগঞ্জ: লকডাউনের জেরে বন্ধ দোকানপাট। চা শ্রমিকদের কাজকর্মও বন্ধ। এই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছেন বাংলাদেশ সীমান্তবর্তী আদিবাসী চা শ্রমিক, গরীব মানুষ ও ভবঘুরেরা। তাঁদের কথা চিন্তা করে মানুষগুলির পাশে দাঁড়াতে উদ্যোগী হল মানিকগঞ্জ আউট পোস্টের পুলিশ।
মঙ্গলবার দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের নানান এলাকার আদিবাসী চা শ্রমিক, দুঃস্থ ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তিন কেজি করে চাল, দু’কিলো আলু, ৫০০ গ্রাম ডাল, একটি সাবান সহ দু’প্যাকেট বিস্কুট ও এক প্যাকেট লবন বিতরণ করা হয়। মানিকগঞ্জ আউট পোস্টের ওসি মেহেবুব হোসেন চৌধুরী জানান, লকডাউনের জেরে কর্মহীন মানুষদের খাবারের সংস্থান করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল।