লখনউ: গোয়ায় হিন্দু ভোট ভাগ করতে চাইছে তৃণমূল কংগ্রেস, এমনই অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তিনি উত্তরপ্রদেশের কানপুরে বিজেপির নির্বাচনি সভায় অংশ নেন। সেই সভায় তৃণমূলের বিরুদ্ধে হিন্দু ভোট ভাগের চেষ্টার অভিযোগ তোলেন মোদি। এবিষয়ে নির্বাচন কমিশনকে নজর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। এদিন কানপুরের নির্বাচনি সভা থেকে তৃণমূলের উদ্দেশ্যে তোপ দাগেন তিনি।
মোদির অভিযোগ, ‘গোয়ার তৃণমূল প্রার্থী বলছেন, হিন্দু ভোট ভাগ করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা। এটাই কি ধর্মনিরপেক্ষতা? উসকানিমূলক মন্তব্যের জন্য তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত।’ ভোটের প্রচারে গিয়ে মোদির এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁকে পাল্টা দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তাঁর বক্তব্য, শুধু গোয়া নয়, বিজেপি অন্য রাজ্যগুলিতেও হারবে। তাই ওঁরা ভয় পেয়ে এসব মন্তব্য করছেন।
আরও পড়ুনঃ যোগীকে যথাযোগ্য উত্তর দিলেন মমতা