নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandhopadhyay) বৈঠক শেষ। জানা গিয়েছে, রাজ্যের দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের নাম বদল নিয়েও দু’জনের মধ্যে কথা হয়েছে। যে যে প্রকল্পে কেন্দ্রীয় অর্থ আটকে রয়েছে তাও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এদিন প্রায় ৪৫ মিনিট দু’জনের মধ্যে বৈঠক হলেও মুখ্যমন্ত্রীকে এনিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি।
West Bengal CM @MamataOfficial met PM @narendramodi. pic.twitter.com/dvkHC7G8Ky
— PMO India (@PMOIndia) August 5, 2022
তবে রাজনৈতিক মহলের নজর ছিল এই বৈঠককে ঘিরে। বিগত দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুব একটা আগ্রহ দেখাননি মমতা। এমনকি নীতি আয়োগের যে বেঠকে ৭ অগাস্ট তার যোগ দেওয়ার কথা রয়েছে সেই বৈঠকও এর আগে তিনি বয়কট করেছেন। বিরোধীদের কটাক্ষ, এখন চাপে পড়েই তিনি প্রধানমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন। মোদি-মমতা বৈঠক নিয়ে আশঙ্কার চোরা স্রোত রয়েছে বিজেপি শিবিরেও। কোনওভাবে তদন্তের গতি শ্লথ হলে বিজেপি যে রাজনৈতিকভাবে বাংলায় জমি হারাবে তা কেন্দ্র্রীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন রাজ্যের নেতারা। যদিও তৃণমূল কোনওরকম ‘সেটিং’-এর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। এই পরিস্থিতিতে মোদি-মমতা বৈঠকের পর পরিস্থিতি কোনদিকে বাঁক নেয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
আরও পড়ুন : আজ মুখোমুখি হচ্ছেন মোদি-মমতা, বৈঠক বিকেলে