নয়াদিল্লি: আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, এই প্রকল্পে দেশবাসী বিনামূল্যে চিকিৎসা পাবেন। দেশের প্রত্যেক নাগরিককে ডিজিটাল কার্ড দেওয়া হবে। সেখানে নাগরিকদের ডিজিটাল হেল্থ রেকর্ড থাকবে। পাশাপাশি তিনি জানান, দেশের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে নতুন স্বাস্থ্য নীতি তৈরি হয়েছে। দেশে আয়ুর্বেদ চিকিৎসার গুরুত্ব যে বেড়েছে, সেকথাও জানান তিনি।
Speaking at the launch of Ayushman Bharat Digital Mission. https://t.co/OjfHVbQdT7
— Narendra Modi (@narendramodi) September 27, 2021
প্রসঙ্গত, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ঘোষণা গতবছরই করেছিলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লা থেকে তিনি এই নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন। এতদিন পরীক্ষামূলকভাবে ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্প চালু ছিল। এদিন থেকে দেশজুড়ে এই প্রকল্পের সূচনা হল।