নয়াদিল্লি: রাশিয়া-ইউক্রেন(Russia-Ukraine) পরিস্থিতি নিয়ে ফের উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে বুধবার মন্ত্রিসভার বৈঠকে বসছেন তিনি। যুদ্ধ পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর বিষয় নিয়েও আলোচনা হবে বলে জানা যাচ্ছে।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে এখনও পর্যন্ত ১৭ হাজারেরও বেশি ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। এখনও যাঁরা ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে রয়েছেন, তাঁদের দ্রুত কীভাবে দেশে ফেরানো যায়, সে বিষয়ে জরুরি ভিত্তিতে ‘অপারেশন গঙ্গা’য় পদক্ষেপ করা হচ্ছে।