নয়াদিল্লি: কপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক প্রাণ হারিয়েছেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত সহ আরও ১১ জন। প্রয়াত জেনারেল বিপিন রাওয়াতকে শেষশ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে ফুল দিয়ে সিডিএসকে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এছাড়া তাঁকে শেষশ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ তিন সেনাপ্রধানও।
তামিলনাডুর কুন্নর থেকে বিশেষ বিমানে দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছোয় সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ আরও ১১ জন জওয়ানের দেহ। এরপর রাত নটা নাগাদ প্রয়াতদের শেষশ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেনা সূত্রে খবর, শুক্রবার দিল্লির ক্যান্টনমেন্টে সিডিএস ও তাঁর স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।