নয়াদিল্লিঃ আগামীকাল অর্থাত্ মঙ্গলবারই শেষ হচ্ছে ২১ দিনের লকডাউন। তার আগে ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে টুইট করে জানানো হয়েছে, ১৪ এপ্রিল সকাল ১০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সারা দেশে লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা তিনি করতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে, সর্বভারতীয় স্তরে ঘোষণা না হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শনিবারই জানিয়ে দেন, রাজ্যে লকডাউন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
গত শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের পর অধিকাংশ রাজ্যই লকডাউন বাড়ানোর সিদ্ধান্তে সায় দিয়েছিল বলে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানানো হয়েছিল। তারপর ইতিমধ্যেই কয়েকটি রাজ্য লকডাউন বাড়ানোরও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জানিয়েছিলেন, অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীই লকডাউন বাড়াতে সম্মত হয়েছেন। তাঁর সেই বক্তব্যেই কার্যত লকডাউন বাড়ানোর ইঙ্গিত ছিল। আগামীকালের ভাষণেই সেই ঘোষণা প্রধানমন্ত্রী করতে পারেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সের পরই সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আপাতত ৩০ এপ্রিল পর্যন্ত সে রাজ্যে লকডাউন থাকছে। এছাড়াও ১০ জুন পর্যন্ত রাজ্যের স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।
তার আগে বৃহস্পতিবার ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সে রাজ্যে লকডাউনের সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানান। দেশের প্রথম রাজ্য হিসেবে লকডাউনের সময়সীমা বাড়িয়েছে ওডিশা। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বলেন, ‘ভাইরাস রুখতে আপনাদের ধৈর্য্য এবং আত্মত্যাগ এর বিরুদ্ধে লড়াই করার শক্তি জুগিয়েছে।’