নয়াদিল্লি: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠান রয়েছে। তার আগে শুক্রবার বাংলায় টুইট করে রাজ্যবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
পশ্চিম বঙ্গের প্রিয় ভাই ও বোনেরা,
পরাক্রম দিবসের, এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
কলকাতায় এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর-কেশরী সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব#ParakramDivas https://t.co/FDZtTiQe3O
— Narendra Modi (@narendramodi) January 22, 2021
প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের প্রিয় ভাই ও বোনেরা, পরাক্রম দিবসের, এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কলকাতায় এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর-কেশরী সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব।’ নেতাজির জন্মদিবসকে কেন্দ্রের ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ২৩ জানুয়ারি ‘দেশনায়ক দিবস’ হিসেবে পালন করা হবে। এই আবহেই এদিন একমঞ্চে থাকতে চলেছেন মোদি-মমতা।