নয়াদিল্লি, ১৫ জুনঃ আগামী ২০ জুন সকাল সাড়ে ন’টায় দেশের কৃষকদের সঙ্গে তাদের সমস্যা, কৃষিক্ষেত্রে নানা অগ্রগতির ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিতে উপকৃত লোকজনের সঙ্গে আলোচনার সময় তিন লক্ষ কমন সার্ভিস সেন্টারকে (সিএসসি) এই যোগাযোগের মাধ্যম হতে বলেন প্রধানমন্ত্রী। এই সেন্টারগুলি বর্তমানে নানা ডিজিটাল পরিসেবা পাওয়ার কেন্দ্র হিসাবে কাজ করছে।
- Advertisement -
সিএসসিগুলি যোগাযোগের এক শক্তিশালী মাধ্যম হবে। দেশের প্রধানমন্ত্রী তিন লক্ষ সিএসসি দিয়ে সরাসরি গ্রামের সঙ্গে কথা বলবেন।
আলাপচারিতাকে প্রাণবন্ত করে তুলতে মোদি অংশগ্রহণকারীদের সঙ্গে তাঁদের নিজেদের ভাষায় কথা বলার চেষ্টা করেন। শেষে ইদের শুভেচ্ছাও জানান তিনি।