গয়েরকাটা: সরকারি জমি থেকে গাছ কাটা রুখল পুলিশ ও বন দপ্তর। বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ির(Jalpaiguri) বানারহাট ব্লকের তেলিপাড়ার কালুয়া কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কালুয়া কলোনিতে নদীর চড়ের সরকারি জমি থেকে বিনা অনুমতিতে গাছ কাটা হচ্ছিল। এই খবর পেয়ে ঘটনাস্থলে যান মোরাঘাট রেঞ্জের বনকর্মী ও বানারহাট থানার পুলিশ কর্মীরা। সঙ্গে ছিলেন জলপাইগুড়ির ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী। তাঁরা গাছ কাটা বন্ধ করে দেন। তবে বনকর্মীদের দেখে চম্পট দেয় অভিযুক্তরা। গাছ কাটার সঙ্গে স্থানীয় কয়েকজনের নাম জড়িয়েছে। তবে যেটা জানা যাচ্ছে, সরকারি জমি থেকে গাছ কাটার কোনও অনুমতি ছিল না। সূত্রের খবর, ত্রিশটি গাছ কাটার কথা ছিল। এর মধ্যে ১২টি গাছ কাটা হয়েছে। মোরাঘাট রেঞ্জের কর্মীরা কাটা গাছ বাজেয়াপ্ত করে রেঞ্জ অফিসে নিয়ে গিয়েছেন। এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। একজন পঞ্চায়েত সদস্যের নাম উঠে এসেছে। অবশ্য স্থানীয় পঞ্চায়েত সদস্য রিনা তামাং লামা জানিয়েছেন, এবিষয়ে কিছুই জানেন না। তদন্ত শুরু করেছে পুলিশ ও বনদপ্তর।
যক্ষ্মামুক্ত জেলা গড়তে থিম সং তৈরি জলপাইগুড়িতে
নাগরাকাটা: যক্ষ্মামুক্ত জেলা গড়তে এবার হাতিয়ার সুর-তালের মূর্চ্ছনাও। এজন্য একটি থিম সং তৈরি করে ফেলেছে জলপাইগুড়ি। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়...
Read more