বর্ধমান: মারণ ভাইরাস করোনা ইতিমধ্যেই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ গ্রামে থাবা বসিয়েছে। গ্রামে লকডাউন পালন নিয়ে আরও কঠোর হল জেলা প্রশাসন। জেলার খণ্ডঘোষের যে গ্রামে একই পরিবারের দু’জন করোনা আক্রান্ত হয়েছেন সেই গ্রামে শনিবার থেকে শুরু হয়েছে ড্রোনের সাহায্যে বাড়তি নজরদারি। পাশাপাশি সংক্রমণ মোকাবিলায় আক্রান্তদের বসতি এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহলদারি।
সংক্রমিত ওই গ্রামের বাসিন্দারা পুরো মাত্রায় লকডাউন পালন করছেন কি না তা জানতেই পুলিশ কর্তারা ড্রোন উড়িয়ে নজরদারি চালানো শুরু করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লকডাউন চলাকালীন কলকাতার মেটিয়াবুরুজ থেকে খণ্ডঘোষের গ্রামের বাড়িতে আসেন এক ব্যক্তি। বাড়ি ফেরার কিছুদিন পর তিনি অসুস্থ হন। সপ্তাহ খানেক আগে ওই ব্যক্তির সোয়াব টেস্টে করোনা পজিটিভ ধরা পড়ে। পরবর্তীতে কোয়ারেন্টিনে থাকা ওই ব্যক্তির দাদার নাবালিকা মেয়ের শরীরেও করোনা ধরা পড়ে। তারপর থেকেই করোনা আক্রান্তদের বসতি এলাকায় লকডাউন মানানোর ব্যাপারে প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়া শুরু করে।
এসডিপিও আমিনুল ইসলাম খান জানিয়েছেন, সরকারি নির্দেশে ওই এলাকাকে এখন কন্ট্যাক্ট কন্টামিনেটেড প্লেস হিসেবে ঘোষণা করা হয়েছে। এলাকার সমস্ত রাস্তা সিল করে দেওয়া হয়েছে। হাটবাজার, দোকান সব একেবারেই বন্ধ রয়েছে। এলাকার সকলকে বাড়ি বাইরে কিংবা রাস্তাঘাটে বেরতে বারন করা হয়েছে। সেই নির্দেশ এলাকার লোকজন যথাযথভাবে পালন করছেন কি না সেটাই ড্রোন উড়িয়ে দেখে নেওয়া হচ্ছে।
ইন্দিরা-রাজীব মৃত্যু নিয়ে মন্তব্য বিজেপি মন্ত্রীর, বিতর্ক তুঙ্গে
ডিজিটাল ডেস্কঃ রাজীব গান্ধি এবং ইন্দিরা গান্ধির মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরাখণ্ডের মন্ত্রী গণেশ যোশি (Ganesh Joshi)। এদিন তিনি...
Read more