উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: সহকর্মী অধ্যাপিকার উদ্দেশে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করার পাশাপাশি মানসিক নির্যাতনের অভিযোগে ধৃত বাংলা বিভাগের এক অধ্যাপক। ধৃত অধ্যাপকের নাম নির্মল বেরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের।
অভিযোগ, পরীক্ষা চলাকালীন অধ্যাপিকা পাপিয়া মাণ্ডির উদ্দেশে কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নির্মল বেরা জাতি বিদ্বেষমূলক মন্তব্য করেন। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আনা হলেও কোনও ব্যবস্থা না নেওয়া হলে গত ১৯ অক্টোবর সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই অধ্যাপিকা। এরপরই অভিযুক্ত অধ্যাপককে সাময়িকভাবে বরখাস্ত করে কলেজ কর্তৃপক্ষ। অন্য়দিকে, অধ্যাপিকার অভিযোগের প্রেক্ষিতে অবশেষে গ্রেপ্তার করা হয় ওই অধ্যাপককে।