ঘোকসাডাঙ্গা: শনিবার ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ৭৬ কার্টন কাফ সিরাফ সহ ৬ জনকে গ্রেপ্তার করে।রবিবার ধৃতদের মাথাভাঙ্গা (Mathabhanga) আদালতে তোলা হয়। ধৃতদের মধ্যে তিনজনের ১৪ দিনের জেল হেপাজত ও বাকি ৩ জনের ৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতদের বাড়ি বাংলাদেশ সীমান্ত এলাকায়। পুলিশ মনে করছে, ওই বিপুল পরিমাণ কাফ সিরাফ দিনহাটা এলাকায় মজুত করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল ধৃতদের। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, ধৃত ৬ জনকে এদিন আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পাচারচক্রে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।