ডিজিটাল ডেস্ক: রাজ্যে অনুপ্রবেশ নিয়ে বরাবরই বিরোধীদের অভিযোগ শোনা যায়। আর বিরোধীদের অভিযোগ সত্যি করে এবার হাওড়ার (Howrah) ডোমজুড় থেকে গ্রেপ্তার হলো জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে দুই বাংলাদেশী। সূত্রের খবর, হাওড়া সিটি পুলিশের একটি বিশেষ দল হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া নয়াবাদ এলাকা থেকে মহম্মদ সুমন ও মহম্মদ মনির বলে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাঁদের কাছ থেকে জাল আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। পুলিশি সূত্রে খবর, ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে নয়াবাদ এলাকা থেকে একের পর এক বাংলাদেশী জঙ্গিদের গ্রেপ্তার হওয়া নিয়ে এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত মার্চ মাসেও ওই একই এলাকা থেকে আরও একজন বাংলাদেশী মুজাহিদীন জঙ্গিকে গ্রেপ্তার করেছিল এসটিএফ। সূত্রের খবর, ধৃত বাংলাদেশীদের বৃহস্পতিবার হাওড়া আদালতে হাজির করানো হলে দশ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। আপাতত ধৃতদের জেরা করে পুলিশ কি কি তথ্য সামনে আনে সে দিকে থাকছে নজর।
৫০ বিঘা জমিতে অনুব্রতর খামারবাড়ি! কেয়ারটেকারের দাবি ঘিরে চাঞ্চল্য
নিউজ ব্যুরো: গোরুপাচার মামলায় কয়েকদিন আগে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেপ্তার করেছে সিবিআই (CBI)। তারপর থেকেই...
Read more