তুফানগঞ্জ, ১৮ ফেব্রুয়ারিঃ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের প্রায় ৫০ মিটারের মধ্যে দোকান খুলে জেরক্স করছিলেন ব্যবসায়ীরা। তুফানগঞ্জের নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজার মোড়, মহকুমাশাসকের কার্যালয়ের সামনে এইধরনের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে জেরক্সের দোকানগুলি বন্ধ করে দেয়। অভিভাবকরা জানান, প্রতিবছর মাধ্যমিক পরীক্ষার আগেরদিন রাতে প্রশাসনের তরফে মাইকিং করে জানানো হয়, পরীক্ষা চলাকালীন জেরক্সের দোকান বন্ধ থাকবে। কিন্তু এবছর এরকম কোনো মাইকিং করতে দেখা যায়নি। তুফানগঞ্জের এক জেরক্সের দোকানের মালিক বাপি দত্ত বলেন, ‘প্রতি বছর প্রশাসনের তরফে জেরক্সের দোকান বন্ধ রাখার জন্য মাইকিং করা হয়। এবছর করা হয়নি। তাই দোকান খোলা রেখেছিলাম। পুলিশ এসে দোকান বন্ধ রাখার কথা বললে দোকান বন্ধ করে দিয়েছি।’ এই বিষয়ে তুফানগঞ্জের মহকুমাশাসক অরবিন্দ ঘোষ বলেন, ‘পরীক্ষাকেন্দ্রের বাইরে যাতে জেরক্সের দোকান খোলা না থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানানো হয়েছে।’। তুফানগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার জানান, ‘জেরক্সের দোকান বন্ধ রাখার নির্দেশ পাওয়ার পরই আমরা অভিযানে নেমে দোকান বন্ধ করে দিয়েছি।’
রাস্তা দখলের বিরুদ্ধে সতর্ক করতে অভিযান মহাবীরস্থানে, একটুও বদলাল না পরিস্থিতি
শিলিগুড়ি: ফুটপাত দখল করে দোকান। আর এর জেরেই শিলিগুড়ির মহাবীরস্থান এলাকার যানজট সমস্যায় নাজেহাল পথচারী থেকে স্থানীয় বাসিন্দারা। বেশিরভাগ ব্যবসায়ীর...
Read more