আসানসোল: তিনদিনের সফরে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ২৮ জুন আসানসোলে মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে। বৃহস্পতিবার পোলো ময়দান পরিদর্শনে যান আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার এন সুধীর কুমার নীলকান্তম, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ, আসানসোল(Asansol) পুরনিগমের পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক প্রমুখ। পুলিশ কমিশনার জানান, মুখ্যমন্ত্রীর সভার জন্য পোলো ময়দান সহ আরও তিনটি মাঠ দেখা হয়েছে। আগামী ২৭ থেকে ২৯ জুন দুই বর্ধমান সফরে আসবেন মুখ্যমন্ত্রী। তার আগে জোর তৎপরতা শুরু হয়েছে।