ময়নাগুড়ি: প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে ময়নাগুড়ি জিআরপির তরফে সোমবার রাত থেকেই শুরু হয়েছে জোরদার তল্লাশি, বাড়ানো হয়েছে নিরাপত্তা। ময়নাগুড়ি(Mainaguri) জিআরপির অন্তর্ভুক্ত ফালাকাটা স্টেশন থেকে শালবাড়ি, খলইগ্রাম, ধূপগুড়ি, আলতাগ্রাম, বেতগাড়া, ময়নাগুড়ি, দোমহনি হয়ে, জলপাইগুড়ি রোড স্টেশন অবধি চলছে নাকা চেকিং। রেলপথ ছাড়াও বিভিন্ন রেল সেতুজুড়েও বাড়ানো হয়েছে নিরাপত্তা, অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে সেতুর নিরাপত্তার জন্য। ময়নাগুড়ি জিআরপি থানার ওসি হরিদাস মোদক জানান, ময়নাগুড়ি জিআরপির অন্তর্ভুক্ত যেসমস্ত রেলস্টেশন রয়েছে সেখানে দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী ট্রেন দাঁড়ায়। সেই সমস্ত ট্রেনগুলোতে বিশেষভাবে নাকা চেকিং চলছে, পাশাপাশি প্ল্যাটফর্মগুলিতেও বাড়ানো হয়েছে নজরদারি। যাত্রীদের ব্যাগও তল্লাশি করা হচ্ছে। সন্দেহজনক কাউকে দেখা মাত্রই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি আগামীকাল স্নিফার ডগও কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। নিরাপত্তায় কোনওরকম খামতি রাখা হবে না বলে জানিয়েছেন ওসি।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : চরম ব্যস্ততা কুমারটুলিতে, সরস্বতী মূর্তি বানিয়ে লক্ষ্মীলাভের আশায় মৃৎশিল্পীরা