স্বপনকুমার চক্রবর্তী, হবিবপুর: করোনা ঠেকাতে চলছে লকডাউন। এই সময়ে আয় উপার্জন যেমন কমেছে তেমনই উপার্জনহীনও হয়ে পড়েছেন অনেকেই। এমন অসহায় অবস্থায় যাতে অনাহারে না থাকতে হয় সেজন্য সেই পরিবারেগুলির পাশে দাঁড়ালো হবিবপুর থানার পুলিশ। শুক্রবার বৈদ্যপুর গ্রামপঞ্চায়েতের বাহাদুরপুর এলাকায় ওই পরিবারগুলির হাতে চাল, ডাল, আটাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দিলেন হবিবপুর থানার পুলিশ। হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখার্জি বলেন, ‘বাহাদুরপুর এলাকার দুঃস্থ অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। লকডাউনের মধ্যে ওই পরিবারের লোকেরা যেন অনাহারে না থাকেন সেজন্যই তাঁরা সাধ্যমতো পাশে দাঁড়িয়েছেন।’
বেআইনি নির্মাণ খতিয়ে দেখল জেলা প্রশাসন
আলিপুরদুয়ার: পূর্ত দপ্তরের রাস্তার জবরদখল খতিয়ে দেখল জেলা প্রশাসন। বুধবার পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা ও আলিপুরদুয়ার থানার পুলিশ যৌথভাবে ওই পরিদর্শনে...
Read more